কোচিং বাণিজ্যের সাথে জড়ীত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে-শিক্ষামন্ত্রী


শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, অর্থের বিনিময়ে কেচিং বাণিজ্যের সাথে জড়ীত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।বর্তমানে মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের চিন্তা এই মুহুর্তে সরকারের নেই। তবে বিষয়টি পরে দেখা যাবে।
তিনি টাঙ্গাইলের মির্জাপুরে বুধবার সকালে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আধাঘন্টা আগে সদরের মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, মির্জাপুর সরকারি কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদত হোসেন সুমন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ,উপজেলা পরিষদেও মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন সরকারী বই শিক্ষার্থীদের হাতে পাওয়ার পর শিক্ষক সমিতির মাধ্যমে নিন্মমানের গাইড বই কিনতে বাধ্য করার বিষয়টি প্রমানিত হলে জড়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ভারতেশ্বরী হোমসের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।
পিএইচ/শামসুল ইসলাম সহিদ