টাঙ্গাইলে ইয়াবাসহ ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২২ এএম, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮ | ১৩৭৭

টাঙ্গাইলে ৪ পিস ইয়াবা ও ০১ টি মোবাইলসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬.৩০ টার দিকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার নগর ছাওয়ালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন মির্জাপুর থানার নগর ছাওয়ালী গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ আফছার আলী (৩২)।

টাঙ্গাইল র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মাদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ছাওয়ালী বাজারস্থ নগর ছাওয়ালী জামে মসজিদের উত্তর পশ্চিম কোণে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামীকে ইয়াবা-০৪ পিস ও ০১ টি মোবাইলসহ গ্রেফতার করা হয়।

আসামী জিজ্ঞাসাবাদে জানায়, তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।

র‌্যাব আরোও জানায়, র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এমএমআর