স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জন

নাগরপুরে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭ পিএম, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮ | ৫১৭

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উৎযাপন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে দিনব্যাপি নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার (ইউএনও) আসমা শাহীনের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে এক বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নাগরপুর সরকারি কলেজ, মহিলা অনার্স কলেজ, যদুনাথ স্কুল এন্ড কলেজ ও নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এবং শিক্ষকদের বাদ্য যন্ত্রের তালে তালে আনন্দ শোভা যাত্রায় উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

শোভাযাত্রাটি সদর বাজার হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আসমা শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান (মহিলা) জিয়াসমিন আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুর আলম, প্রকল্প কর্মকর্তা বেগম শাহীন, পরিবার পরিকল্পনা অফিসার মাহাবুর আলম খান প্রমূখ। অপরদিকে নাগরপুর সরকারী কলেজ মিলনায়তনে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রাধা বল্লভ সরকার, উপাধ্যক্ষ ড. মো. একরামুল হক, ছাত্র সংসদের ভিপি আল মামুন, এজিএস মোঃ হৃদয় মিয়া।