নাটোরে এমপিওভূক্তির দাবীতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন


দেশব্যাপী স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহবানে নাটোরে মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন নাটোর জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসষ্ট্যন্ড এলাকায় শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীগণ সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ব্যানার-ফেস্টুনসহ হাতে হাত ধরে এক ঘন্টা মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি মো. শারফুল ইসলাম মান্নান, সিনিয়ন সহ-সভাপতি সাজেদুর রহমান, সহ-সভাপতি মো. ওসমান গনি, মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরজুল ইসলাম।
পরে শিক্ষক-কর্মচারীদের একটি প্রতিনিধি দল নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এমপিওভূক্তির দাবী-দাওয়া সম্বলিত প্রধানমন্ত্রী বরবার একটি স্মারকলিপি হস্তান্তর করেন।