নাগরপুরে চেয়ারম্যান প্রার্থী কুদরত আলীর ব্যাপক গনসংযোগ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৩ পিএম, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯ | ৬০০

টাঙ্গাইলের নাগরপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের বিপুল ভোটে দুইবারের চেয়ারম্যান মো. কুদরত আলী ব্যাপক গনসংযোগ ও পথসভা করছে। নাগরপুর ১২টি ইউনিয়ন নিয়ে উপজেলা গঠিত।

প্রতিটি পাড়া মহল্লা হাট বাজারে গনসংযোগ ও পথসভা চালাচ্ছে তিনি। দলীয় মনোনয়ন পেলে নেতাকর্মীসহ সাধারন জনগন তার জন্য একযোগে নির্বাচনী প্রচারে মাঠে নামবে। প্রতিদিন সকাল থেকে রাত পযর্ন্ত ঘরে ঘরে গিয়ে ভোটের সাথে যোগাযোগ করছেন তিনি। ভোটারা কুদরত আলীকে সাহস দিচ্ছে। চার দিকে তার জনপ্রিয়তার সুবাতাস যেন দিন দিন রেড়েই চলছে। চা দোকান থেকে শুরু করে হাট বাজার পাড়া মহলায় ভোটারদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছেন তিনি।

দুইবারে নির্বাচিত ইউপি চেয়ারম্যান হওয়ায় তার প্রতি জনগনের রয়েছে প্রবল আস্থা। কুদরত আলী ছাত্রজীবন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের আদর্শ নিয়েই তার রাজনীতি শুরু। সে দীর্ঘ দিন উপজেলা ছাত্রলীগের ও যুবলীগের সভাপতি ছিলেন। বর্তমানে উপজেলা আওয়ালীগের সাধারন সম্পাদক হিসাবে নেতাকর্মীর মাঝে ব্যাপক জনপ্রিয়।

দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সভা সমাবেশের মধ্যদিয়ে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরছেন সাধারন মানুষের কাছে। ফলে দিনদিন সাধারন মানুষের কাছে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তৃনমুল নেতাকর্মীরা আগামীতে নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে কুদরত আলীকেই দেখতে চায় বলে জানিয়েছেন তার ঘনিষ্ট নেতাকর্মীরা। জনপ্রিয়তার দিক থেকেও নাগরপুরে কুদরত আলীর কোন বিকল্প নেই বলে মনে করছেন অনেকে।

রাজনীতির পাশাপাশি কুদরত আলী বিভিন্ন শিক্ষা-সামাজিক, সাংস্বৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে যদুনাথ স্কুল এন্ড কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ভাল কাজের স্বীকৃতি হিসেবে তিনি বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এবং দুইবার জেলা পর্যায়ে পদক অর্জন করেছেন।

মোঃ কুদরত আলী জানান, দল মনোনয়ন দিলে বিপুল ভোটের মাধ্যমে নাগরপুরের মানুষ জয়ী করবে আমাকে। কারন নাগরপুরের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আমি নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নয় মানুষের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগকে নাগরপুরে শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলস কাজ করেছি। উপজেলার ১২টি ইউনিয়নের সকল মানুষের দোয়া ও ভালবাসা রয়েছে আমার প্রতি। সে কারনে আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হয়ে মানুষের কাছে যাচ্ছি। একই সাথে আমাদের সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরছি।

গনসংযোগ ও পথসভা শেষে রবিবার উপজেলা বারিন্দা গ্রামের খাজা মায়েন উদ্দিন আলচিশীত (রহঃ) নিজামিয়া দরবার শরিফ এবং মো. আকবর চান্দেও স্মরণে বাউল সম্রাট শাহ মো. তরব আলী (বয়াতী) পীর সাহেবের নিজ বাড়ীতে পবিত্র ওরশ মোবারক এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী। এ সময় ছাত্রলীগ যুবলীগ আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।