নাটোরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০১:০১ পিএম, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৫১

জেলার তোকিয়া ঢালান বাজার থেকে ১৮৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জালাল হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

সোমবার সকালে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের ঢালান বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত জালাল হোসেন রাজশাহীর চারঘাটের বাসুপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।

র‌্যাব-৫ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার যায়েদ শাহরীয়ার জানান, রাজশাহী থেকে যাত্রীবাহীবাসে নাটোর হয়ে ঢাকায় যাচ্ছে এক মাদক ব্যবসায়ী, এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নাটোর রাজশাহী মহাসড়কের ঢালান বাজারে অভিযান চালায় র‌্যাব। তল্লাশী চালানো হয় যাত্রীবাহী বাসে।

এসময় পেছনের একটি বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এক যাত্রী। পরে তাকে আটক করা হয়। এ সময় তার শরীর থেকে ১৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত জালাল হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

/ফিরোজ আহমেদ