কালিহাতীতে
জনসাধারনের চলাচলের রাস্তায় ব্যক্তিগত বসতবাড়ীর ঘর নির্মাণের অভিযোগ


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে জনসাধারনের চলাচলের রাস্তা বন্ধ করে ব্যক্তিগত বসতবাড়ী নির্মাণ কাজ বন্ধ করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আউলটিয়া গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে শুকুর মাহমুদ উপজেলার বাংড়া ইউনিয়নের অন্তর্গত আউলটিয়া মৌজায় জনসাধারনের চলাচলের রাস্তা বন্ধ করে জোরপূর্বক ব্যক্তিগত বসতবাড়ীর ঘর নির্মাণের কাজ করে আসছে। কাজটি বন্ধ করার লক্ষ্যে উক্ত গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে আব্দুল হক এলাকাবাসীর পক্ষ হতে ১৩ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথের নিকট একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ জানান, ‘‘ব্যক্তিগত জমি থাকলেও জনসাধারনের চলাচলের রাস্তা বন্ধ করে বসতবাড়ীর ঘর নির্মাণ করার কোন বিধান নেই। আমি বিষয়টি দেখছি।’’
উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলী জানান, ‘‘আমি ঘটনা শুনে তাৎক্ষণিক চৌকিদার পাঠিয়ে ঘর নির্মাণের কাজ বন্ধ করেছি।’’