কাদিয়ানি ইস্যু: পঞ্চগড়ে বিক্ষোভ, ধাওয়া পাল্টা-ধাওয়া


পঞ্চগড়ে কাদিয়ানিদের তিন দিনের কথিত ইজতেমা বন্ধের দাবীতে মুসল্লিদের বিক্ষোভ মিছিলে প্রশাসনের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে
জানা যায়, মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী) রাত ৮টার পর জেলার মুসল্লিরা খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় শেরে বাংলা পার্কে জমায়েত হয়ে কাদিয়ানীদের জলসা বন্ধের দাবী জানিয়ে বিক্ষোভ করে মুসল্লিরা।
এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও প্রশাসন মুসল্লিদের শান্তনা দেন। এক পর্যায়ে মুসল্লিরা কাদিয়ানীদের সম্মেলন বন্ধের উদ্দেশ্যে রওনা হলে প্রশাসন থামানোর চেষ্টা চালালে রাত সাড়ে ১০টার দিকে পুলিশের সাথে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ফাকা গলি, টিয়ারশেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি।