উপজেলা স্বাশিপের নেতৃবৃন্দের সাথে ইউ এন ওর মতবিনিময়

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৫ পিএম, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭ | ৫৮২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নবাগত নির্বাহী অফিসার শাহিনা আক্তারের সাথে মতবিনিময় করেছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপের) কালিহাতী শাখার নেতৃবৃন্দ।

২৪ অক্টোবর মঙ্গলবার সকালে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার পূর্বে নেতৃবৃন্দ নবাগত ইউ এন ও কে ফুলেল শুভেচ্ছা জানান। উপজেলা স্বাশিপের সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আলোচনায় অংশগ্রহন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ শাহিনা আক্তার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, টাঙ্গাইল জেলা স্বাশিপের সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল কবীর, সাধারন সম্পাদক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, জেলা শাখার অন্যতম নেতা প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম, কালিহাতী প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল হাসান, কালিহাতী উপজেলা শাখার সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম প্রমূখ।

এ সময় কালিহাতী উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, অধ্যক্ষ মনিরুল ইসলাম, অধ্যক্ষ শফিকুল ইসলামসহ উপজেলা ও জেলা স্বাশিপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উলেখ্য কালিহাতী উপজেলার নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন বদলী হওয়ার পর মোছাম্মৎ শাহিনা আক্তার গত ১৫ অক্টোবর কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।

কালিহাতীতেই তার প্রথম যোগদান বলে তিনি জানান। তিনি কালিহাতীতে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন, আমি প্রথমে শিক্ষা ক্যাডারে ছিলাম।

তাই এই মহান পেশার প্রতি যথেষ্ট সম্মানবোধ রয়েছে। আমি এখন কালিহাতীর মানুষ। সবার সাথে সমন্নয় করে কালিহাতীর উন্নয়নের জন্য কাজ করতে চাই।