টাঙ্গাইলে মির্জাপুরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু


টাঙ্গাইলের মির্জাপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপি একযোগে এই মেলার উদ্বোধনের সাথে সাথে মির্জাপুরে মেলা শুরু হয়।
মির্জাপুর উপজেলা প্রশাসন উপজেলা চত্বরে এ্ই মেলার আয়োজন করে।
মেলা উপলক্ষে উপজেলা প্রশাসন সকালে একটি বর্ণঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে মুক্তির মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের সভাপতিত্বে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভুমি ) আজগর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম মোজহিদুল ইসলাম মনির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রমুখ।
তিনদিন ব্যাপি উন্নয়ন মেলায় ৩৫ টি স্টলের মধ্যে সরকারী বেসরকারী বিভিন্ন বিভাগ, ব্যাংক, বীমা, ফায়ারসার্ভিস সহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।