কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে কোচিং সেন্টার এর জরিমানা


নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী অবিলের বাজারে কনফিডেন্স কোচিং সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ এর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী এর নির্দেশ, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার গুলো বন্ধ রাখতে হবে। সেই আদেশ সমুহ অমান্য করায় আজকের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
কনফিডেন্স কোচিং সেন্টারের প্রধান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে কোচিং সেন্টার টি পরীক্ষা চলাকালীন অবস্থায় বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট। এ সময় রনচন্ডী অবিলের বাজারে কয়েকটি ঔষধের দোকানেও ভ্রাম্যমাণ আদালত এর পক্ষ থেকে জরিমানা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন আপনারা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে তথ্য প্রদান করে সহায়তা করুন তাহলেই আমরা মডেল কিশোরগঞ্জ উপজেলা গড়তে পারব ইনশাআল্লাহ।
এ রকম আইনের শাসন প্রতিষ্ঠায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এর কার্যক্রম গুলোকে স্বাগতম জানিয়ে সামাজিক সংগঠন গুলো।