টাঙ্গাইলে চরপাকুল্যায় বজ্রপাতে জুলু মিয়া নামে এক কৃষকের মৃত্যু


টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের চরপাকুল্যা গ্রামে বজ্রপাতে জুলু মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের ইয়ার মন্ডলের ছেলে তার স্ত্রীসহ এক ছেলে ও ২টি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সে একজন কৃষক, প্রতিদিনের মত জুলু মিয়া আজ (শনিবার) তার বাড়ির পাশে জমিতে কাজ করতে গেলে প্রচন্ড ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে তার উপর বজ্রপাত হলে সে গুরুতর অসুস্থ্য হয়ে পরে। খবর পেয়ে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যু বরন করে।
তার পরিবারের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মাগরিবের নামাজের পর পাকুল্যা পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছে তার পরিবার।
এব্যপারে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি এই মাত্র ঘটনাটি জানতে পেরেছি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।