আওয়ামীলীগের সভাপতির সাথে নবগঠিত শ্রমিকলীগের মতবিনিময়

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগি সংগঠন টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের নবগঠিত কমিটি টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুককে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতির সাথে উন্নয়নমুলক ও সংগঠনটিকে সঠিকভাবে পরিচালিত করার বিষয়ে আলোচলা করেন উপস্থিত নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, নবগঠিত জেলা শ্রমিক লীগের সভাপতি মীর দৌলত হোসেন বিদ্যুৎ, সাধারন সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল লতিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ওমর খান ইউসুফ জাই শিশির, যুগ্ম-সম্পাদক মো. শফিকুল ইসলাম সামালসহ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। পরে গত ১৩ অক্টোবর কেন্দ্রের সিদ্ধানে নতুন কমিটি গঠন করা হয়।
টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতির সাথে নবগঠিত শ্রমিক লীগের মতবিনিময়