গোপালপুর উপজেলায় ফুটবল প্রশিক্ষণ
গোপালপুর উপজেলার সূতী ভি এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হলো মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ।
টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় শুরু হওয়া এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুতী ভি এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল লতিফ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তোরাপ আলী শিকদার। ২০ জন বালক এবং ১০ জন বালিকা অংশ নেয় এই ক্যাম্পে। প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন মো: গোলাম রায়হান বাপন।
প্রশিক্ষণ থেকে প্রতিভাবান খেলোয়াড়দের ক্রীড়া পরিদপ্তরের ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টে পাঠানোর পরিকল্পনার কথা জানান টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল আমিন।
তিনি আরো জানান এবছর নারী ফুটবলেও বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। আগামী বছর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনূর্ধ্ব ১৭) এ নারী দল যেন ভালো করে সেই প্রত্যাশা গোপালপুরের খেলেয়াড়দের প্রতি।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় বিভিন্ন প্রতিযোগিতা এবং প্রশিক্ষনের অংশ এই কার্যক্রম।