টাঙ্গাইল-৬ আসনের সাবেক এমপি খন্দকার আব্দুল বাতেন আর নেই


মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাতেন বাহিনী প্রধান ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সদ্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেন (৮২) আর নেই (ইন্না... রাজিউন)।
রোববার রাতে ঢাকার ন্যাম ভবনের নিজ কক্ষে ঘুমের মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সুত্রে জানা গেছে, রোববার রাতে ঢাকার ন্যাম ভবনের নিজ কক্ষে তিনি ঘুমিয়ে পরেন। রাতের কোন এক সময় ঘুমের মধ্যেই তিনি ইন্তেকাল করেন। আজ সোমবার দুপুর দেড়টায় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে মরহুমের লাশ নিজ নির্বাচনী এলাকায় আনা হবে বলে। পরে আগামীকাল মঙ্গলবার নাগরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ায়ামে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারের একাতশ সংসদ নির্বাচনে দল থেকে তাকে মনোনয়ন দেয়া হয়নি।