টাঙ্গাইলে বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৭ পিএম, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯ | ৭৪২

টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলায় একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই মাদক ব্যবসায়ী দুই ভাইকে গ্রেফতার করেছে টাঙ্গাইলের ডিবি পুলিশ।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান এ তথ্য জানান ।

পুলিশ জানায়, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এর নির্দেশে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএম এর নেতৃত্বে একটি দল সোমবার মাদক বিরোধী অভিযান চালায়।

এসময় দেলদুয়ার উপজেলার পিরোজপুর এলাকার রতন ভৌমিক এর ছেলে সুমন কুমার ভৌমিক (৪০) ও সুব্রত ভৌমিক (৩২) কে অস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ আটক করা হয়। অভিযান চলাকালে ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়। অভিযানের সময় পালিয়ে যাওয়া অন্য মাদকব্যবসায়ীদের ধরতে বিশেষ অভিযান অব্যাহত আছে বলেও জানা গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তারা মাদক আইনে একাধিক মামলার আসামী বলেও পুলিশ নিশ্চিত করেছে।