সাহায্যের হাত বাড়ান


নাটোর পিটিআই জাবালে নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শফিকুল ইসলামের স্ত্রী মর্জিনা খাতুন (৫২) দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহ ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রায় এক বছর আগে মর্জিনা খাতুনের ডান স্তনে ক্যান্সারের লক্ষণ প্রকাশ পাওয়া যায়। সমস্যা প্রকট হলে গত সেপ্টেম্বর মাসে অপারেশন করানোর পর ক্যান্সারটি এখন শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে। তার চিকিৎসায় এ পর্যন্ত লক্ষাধিক টাকা ব্যয় হয়ে গেছে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা ধারণা করছেন এই পর্যায়ে উন্নত কেমো থেরাপী সহ আনুষঙ্গিক চিকিৎসার জন্য আরো তিন লাখ টাকার মতো ব্যয় হতে পারে। দরিদ্র ইমাম মাওলানা শফিকুল ইসলামের পক্ষে এত টাকা ব্যয় করে মর্জিনা খাতুনের চিকিৎসা করানো একবারেই অসম্বব।
এ অবস্থায় ক্যান্সারে যন্ত্রণাকাতর স্ত্রীর সুচিকিৎসার জন্য মাওলানা শফিকুল ইসলাম সদাশয় সরকার, জনপ্রতিনিধি, বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সহায্যের হাত বারিয়েছেন।
মাওলানা শফিকুল ইসলামের ব্যাংক হিসাব (সঞ্চয়ী) নং-২১০৫ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, নাটোর শাখা এবং মোবাইল নং-০১৭৩৮-৫৪৭৯৯৯।