বীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা


দিনাজপুরের বীরগঞ্জে ১৫ অক্টোবর জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে “টেকসই উন্নয়ন স্বাস্থ্য সম্মত স্যানিটেশন হাত ধোব নিয়মিত থাকব সবাই স্বাস্থ্য সম্মত” সেস্নাগান বাস্তবায়নের লক্ষে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ বটতলায় নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক জাতীয় সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতাই হল ঈমানের অঙ্গ। খাবারের আগে ও পরে প্রত্যেকে ভালভাবে সাবান দিয়ে হাত পরিস্কার করতে হবে। পরিস্কার-পরিচ্ছন্নতা থাকলে কোন রোগ বালাই হয় না। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবিরের পরিচালনায়
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ হাসান, উপজেলা প্রকল্প বাস্তয়ন অফিসার মোঃ আব্দুল হাই সরকার, ব্র্যাক জেলা প্রতিনিধি মহশিন আলী, ওয়াশ কর্মসুচী সংগঠক মোস্তাফিজার রহমান, পুষ্টি কর্মসুচী সংগঠক তপন কুমার রায় ও অন্যরা।
র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এনজিও প্রতিনিধি অংশ গ্রহণ করেন।