মির্জাপুরের নাসির ওপাল গ্লাস কারখানায় অগ্নিকান্ড

শামসুল ইসলাম সহিদ
প্রকাশিত: ০১:০৪ পিএম, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯ | ১৪০০

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত নাসির গ্রুপের একটি কারখানায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার সকালে নাসির ওপাল গ্লাস কারখানার ফার্নেস ইউনিটের মেইন প্লান্টের অভ্যন্তরে বিস্ফোরন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মির্জাপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

অগ্নিকান্ডে ওপাল ফার্নেস ইউনিটের যন্ত্রপাতি ব্লেয়ার পাম্পসমূহ সম্পূর্ন ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে কারখানাটির প্রায় ত্রিশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানাটির এজিএম জয়নাল আবেদন জানিয়েছেন। তবে অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় অবস্থিত নাসির গ্রুপের কারখানার নাসির ওপাল গ্লাস এন্ড ক্রোকারীজ ইউনিটে মেইন প্লান্টের অভ্যন্তরে বিস্ফোরনের ঘটনা ঘটলে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

কিছুক্ষনের মধ্যে আগুন পুরো ইউনিটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মির্জাপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিয়নের ৪টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ ব্যাপারে কারখানাটির এজিএম জয়নাল আবেদন অগ্নিকান্ডে প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।