নাটোরে রাইফেলের ৩ রাউন্ড গুলিসহ একজন আটক

নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৪ পিএম, রোববার, ১৩ জানুয়ারী ২০১৯ | ৪৩৮

নাটোরের বাগাতিপাড়ায় রাইফেলের তিন রাউন্ড গুলিসহ কামরুজ্জামান মাহবুব (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বাগাতিপাড়া থানার পুলিশ শনিবার দিবাগত রাতে মাদক বিরোধী অভিযানের সময় উপজেলার বাটিকামারি মৃধাপাড়া এলাকায় কামরুজ্জামান মাহবুবকে আটক করে।

আটক কামরুজ্জামান মাহবুব ওই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

বাগাতিপাড়া থানার ওসি (তদন্ত) স্বপন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাটিকামারি মৃধাপাড়ায় এলাকায় কামরুজ্জামান মাহবুবের বাড়িতে মাদক উদ্ধারে পুলিশ অভিযান চালায়। তল্লাশীর এক পর্যায়ে তার শোবার ঘরে তোষকের নিচে সিগারেটের প্যাকেটে রাখা ৩ রাউন্ড গুলি পাওয়া যায়।

এসময় রাইফেলের গুলি অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে কামরুজ্জামান মাহবুবকে আটক করা হয়। ওসি তদন্ত আরও বলেন, উদ্ধার হওয়া গুলি ৩টি চাইনিজ রাইফেলের।