যমুনা চরাঞ্চলের দুঃস্থদের মাঝে ডিসির কম্বল বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৬ পিএম, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯ | ৫১৮

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে ১০ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধায় অসহায় ও দুঃস্থ ৩৫০ টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। চর গাবসারা দাখিল মাদরাসা মাঠ এবং পুংলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, সহকারি কমিশনার ও জেলা ত্রাণ ও পুনর্বাসন (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. গোলাম মাসুম প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম প্রমুখ।