চলচ্চিত্র উৎসবে মনিকা বেলুচ্চিকে সম্মাননা


মেহানীয় হাসি আর হৃদয় দ্গ্ধ করা রূপ তার। অভিনয় করেন জাদুর মূর্ছনা ছড়িয়ে। বলছি ইতালিয়ান সুন্দরী মনিকা বেলুচ্চির কথা।
রুপালি পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকের জন্য বাড়তি আগ্রহ, আলাদা উন্মাদনা। সময়ের হিসেবে বয়সটা ৫২ পেরোলেও তা কেবলই মনিকার কাছে সংখ্যা মাত্র।
এখনো তার হাসি যে কোনো যুবতীর কাছে হিংসার। আজকাল অভিনয়ে খুব একটা নিয়মিত নন। তবে তার অবদান বিশ্ব চলচ্চিত্রে অসীম। সেই অবদানের কথা সম্মরণ করেই তাকে সম্মাননা প্রদান করতে যাচ্ছে ইতালিয়ান ইনস্টিটিউট অব কালচার (আইআইসি)।
প্রতিষ্ঠানটির আয়োজনে একটি ফিল্ম ফেস্টিভ্যালে মনিকার হাতে বিশেষ সম্মাননা তুলে দেয়া হবে। জানা গেছে, ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত লস এঞ্জেলসে অনুষ্ঠিত হওয়া এই ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত থাকবেন মনিকা। প্রসঙ্গত, দীর্ঘ ক্যারিয়ারে মনিকা মোট ৬৭টি চলচ্চিত্রে কাজ করেছেন।
তারমধ্যে উল্লেখযোগ্য- দ্য ম্যাট্রিক্স রিলোডেড, দ্য প্যাশন অব দ্য ক্রিস্ট, মোজার্ট ইন দ্য জঙ্গল। এছাড়াও জেমস বন্ড সিরিজের স্পেকটার ছবিটিতে ড্যানিয়েল ক্রেইগের বিপরীতে দুর্দান্ত অভিনয় করে আবারো নতুন করে আলোড়ন সৃষ্টি করেছিলেন এই নন্দিত তারকা।