শোলাকিয়ায় সৈয়দ আশরাফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৩১ পিএম, রোববার, ৬ জানুয়ারী ২০১৯ | ৪৪৮
 
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে রোববার (৬ জানুয়ারি) দুপুরে সৈয়দ আশরাফের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
 
দ্বিতীয় জানাজা শেষেও সৈয়দ আশরাফকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। জানাজা শেষে মানুষ সৈয়দ আশরাফের প্রতি সম্মান প্রদর্শন করেন।


এর আগের রোববার (৬ জানুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, আওয়ামী লীগের নেতা–কর্মী ও রাষ্ট্রীয় পদমর্যাদাধারী ব্যক্তিরা।

প্রথম জানাজার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহে শ্রদ্ধা জানান। এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রীপরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।

উল্লেখ্য যে, থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার (৩ জানুয়ারি) মৃত্যুবরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।