টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের

১৩৭ বছর পূর্তি উৎসব এর সমাপনি অনুষ্ঠান(ভিডিও সহ)

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯ | ৯৭৮

প্রবীণ নবীন সবাই মিলে, এসো মিলি হৃদয়ালয়ে” শ্লোগানকে সামনে রেখে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৩৭ বছর পূর্তি উৎসব এর সমাপনি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিগার সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা বাস-কোচ মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া মনির প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।