টাঙ্গাইলে উৎসব মুখর পরিবেশে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব দিবস উদ্যাপন


উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের প্রতিটি স্কুলে স্কুলে পাঠ্য পুস্তক উৎসব উপযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।
জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সেলিম আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর।
এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিবৃন্ধরা শিক্ষার্থীদের মধ্যে বিনামূলে বই বিতরণ করেন। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনই নতুন বই পেয়ে খুব খুশি। নতুন বই তাদের পড়া লেখার প্রতি আরো মনোযোগ করবে বলে শিক্ষার্থীরা জানান।
টাঙ্গাইল জেলায় ৪ লাখ ৪৪ হাজার ৩৮৩ প্রাইমারি শিক্ষার্থীদের মধ্যে ২১ লাখ ১৬ হাজার ২৪২ টি বই ও ৪ লাখ ৪১ হাজার ৪৮৩ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৫৯ লাখ ৫৯ হাজার ২৫৯ টি বই বিতরণ করা হয়।