ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থীর ছেলে আদালত চত্তর থেকে গ্রেফতার

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮ | ৪৮৬

এবার ঠাকুরগাঁও ২ আসনের ২০দলীয় জোটের প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের ছেলেকে গ্রেপ্তারের পর অস্বীকারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

জানা যায়, আজ বিকাল ৫টায় ঠাকুরগাঁও কোর্ট চত্তর থেকে ২০ দলীয় জোট প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের ছেলে মো. মাজ্জুবুল্লাহকে গ্রেপ্তার করে সাদা পোষাকের পুলিশ সদস্যরা। গ্রেপ্তারের পর তাকে গাড়িতে করে নিয়ে যায় তারা। কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তারের কথা স্বীকার করছেনা বলে জানিয়েছেন গ্রেপ্তারকৃত মাজ্জুবুল্লাহর স্বজনরা। 

স্বজনরা জানান, মাজ্জুবুল্লাহ একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি শেষ করার পর এখন আইন পেশায় নিয়োজিত আছে। তার বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ নেই। তার বাবা ২০ দলীয় জোটের প্রার্থী হওয়ার কারণেই রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন করতে তাকে গ্রেপ্তার করে অস্বীকার করছে পুলিশ। তারা নিরপরাধ মাজ্জুবুল্লাহ’র সন্ধান ও মুক্তির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।