দেলদুয়ারে আগুনে ৫ দোকান ভস্মীভূত


বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে টাঙ্গাইলের দেলদুয়ার দক্ষিণ বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান সম্পূর্ন ভস্মীভূত হয়েছে। এছাড়া আরো একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
ব্যবসায়ীদের তথ্যমতে ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হচ্ছেন নিতাই সাহা, বাবুলাল, স্বপন সাহা, সুশীল সাহা, অমল সাহা ও অজিত সাহা।বাজারের ব্যবসায়ীরা জানান, স্বপন সাহার মিষ্টির দোকানে প্রথমে আগুন লাগে।
মুহুর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে ব্যবসায়ীরা তা জানাতে পারেননি। প্রথমে স্থানীয় জনতা ও ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন।
খবর পেয়ে রাত প্রায় সোয়া দুইটার দিকে টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিস আসে। দীর্ঘ প্রায় দুই ঘন্টা চেষ্টা করে তারা আগুন নিয়ন্ত্রনে আনে।