১২ জন এ+ সহ শতভাগ পাশে ইউনিয়নে এগিয়ে আহ্ছানিয়া শিখন একাডেমি


১২ জন এ+ সহ শতভাগ পাশ করেছেন, পূর্ব বড় ভেওলা আহ্ছানিয়া শিখন একাডেমি। এই শতভাগ পাশে পূর্ব বড় ভেওলা ইউনিয়নে এগিয়ে গেল উক্ত প্রতিষ্ঠান।
২৪ ডিসেম্বর পি.এস.সি ফলাফলে আহ্ছানিয়া শিখন একাডেমি মোট ৩১ জন শিক্ষার্থী থেকে ১২ জন এ+ সহ সবাই পাশ করে শতভাগ অর্জন করেছে। আহ্ছানিয়া শিখন একাডেমির প্রধান শিক্ষক শাহনেওয়াজ চৌধুরী জানান, এইবারে ছাত্র/ছাত্রীর এই বিশাল অর্জনের পেছনে অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ও সম্মানিত কমিটিবৃন্দের আন্তরিক সহযোগিতা ছিলো বলেই। তাই সকল অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ও সম্মানিত কমিটিবৃন্দকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন প্রধান শিক্ষা শাহনেওয়াজ চৌধুরী ।
তিনি আরো বলেন, গত বছরও এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১জন এ+ সহ শতভাগ পাশ করেছিলো। কিন্তু কঠুর পরিশ্রম ও সহযোগিতায় গত বারের চাইতে এই বারে অধিক ভাল করেছে বলে মন্তব্য করেন শাহনেওয়াজ চৌধুরী। বিশেষ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে ছাত্র ছাত্রীদের পাঠ দানের জন্য শিক্ষাক শিক্ষিকাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধান শিক্ষক, অভিভাবক ও কমিটির নেতৃবৃন্দ।