শেখ হাসিনার পরিকল্পনাতেই বাংলাদেশ এখন প্রায় সব ক্ষেত্রে ডিজিটাল-ছানোয়ার হোসেন


টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের আওয়ামীলীগের এমপি প্রার্থী ছানোয়ার হোসেন বলেছেন শেখ হাসিনার পরিকল্পনাতেই বাংলাদেশ এখন প্রায় সব ক্ষেত্রে ডিজিটাল। পাওয়া যাচ্ছে পর্যাপ্ত বিদ্যৎও। তার প্রযুক্তিবান্ধব কৃষিনীতির কারণেই বাংলাদেশ ইতিমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পর রফতানির সক্ষমতাও অর্জন করেছে। বাস্তবায়ন হচ্ছে ১০০ ইকোনমিক জোন।
সোমবার ২৪ ডিসেম্বর সন্ধ্যায় করটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে করটিয়া বাজারে নির্বাচনী জনসভায় এ সব কথা বলেন তিনি।
তিনি আরোও বলেন অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নজরকাড়া সাফল্য হিসেবে দেখা দিচ্ছে পদ্মাসেতু। যা নিজ অর্থয়ানে করা হচ্ছে । পাশাপাশি চার লেন মহাসড়ক, উড়ালসড়ক এখন আর স্বপ্ন নয়, রীতিমতো বাস্তবতা। অবকাঠামো ক্ষেত্রে টাঙ্গাইলেও উন্নয়নে পিছিয়ে নেই হয়েছে ঢাকা টাঙ্গাইল চার লেন মহাসড়ক,শেখ হাসিনা মেডিকেল কলেজ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,যমুনা বাঁধ নির্মাণ,সাম্প্রতিক টাঙ্গাইল পৌরসভায় ২৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এসকল উন্নয়ন হয়েছে শুধু শেখ হাসিনার জন্য। ৩০ তারিখে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমাকে আপনাদের খেদমোদ করার সুযোগ দেন।
এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী,সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক নাহার আহমেদ,দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ,টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম এডভোকেট, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক নাজমুল হুদা নবীন,সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম খান, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজনু চৌধুরী,করটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাঈম তালুকদার সাধারণ সম্পাদক আলমগীর শিকদার সহ ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেত্ববৃন্দ।