মগড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:১৫ পিএম, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮ | ১০০৮

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৪ ডিসেম্বর বিকালে মগড়া ইউনিয়নে কুইজ বাড়ি ইউনিয়ন পরিষদের মাঠে এ নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। এসময় তিনি টাঙ্গাইলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে টাঙ্গাইল সদর- ৫ আসনের আওয়ামীলীগের মনোনীত এমপি প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

এসময় আরোও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর- ৫ আসনের আওয়ামীলীগের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মেনু, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, যুগ্ম -সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক নাহার আহমেদ,দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম এডভোকেট, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক নাজমুল হুদা নবীন,সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম খান, মগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেত্ববৃন্দ।