টাঙ্গাইল-৭
নৌকার পক্ষে একযোগে কাজ করার অঙ্গিকার জাতীয় পার্টির


টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির সকল নেতাকর্মী একযোগে নৌকার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার দিনভর উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা শেষে সন্ধায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে দলীয় সূত্র জানিয়েছেন।
মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ। সভায় বক্তৃতা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টি মনোনিত প্রার্থী জহিরুল ইসলাম জহির,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহসভাপতি সিবার উদ্দিন, পৌর জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট সাঈদ আনোয়ার, সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ প্রমুখ।
বক্তারা ঐক্যবদ্ধ হয়ে একযোগে নৌকার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেয়। জাতীয় পার্টির প্রার্থীতা থাকলেও উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার সকল পর্যায়ের নেতাকর্মী একযোগে মহাজোট প্রার্থী বর্তমান এমপি একাব্বর হোসেনর নৌকা প্রতীকের পক্ষে কাজ করবেন বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
এব্যাপারে জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। তবে দলের বর্ধিত সভায় বক্তৃতাকালে তিনি নেতাকর্মীদের বক্তব্যের সাথে দ্বিমত করেননি বলে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ জানিয়েছেন।