হিন্দু বাড়িতে আগুন দেওয়ার তথ্য সত্য নয়: ইউএনও


ঠাকুরগাঁওয়ে হিন্দু বাড়িতে আগুন দেওয়ার তথ্য সত্য নয় বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো ও কিছু মিডিয়া অগ্নিকাণ্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
শুক্রবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের সিঙ্গিয়া শাহপাড়ায় গ্রামে অগ্নিকাণ্ডে মটাসা ঘোষ নামের একজনের বাড়ির ৮টি ঘড় পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমানোর পর ভোরের দিকে হঠাৎ করেই আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। তাদের চিৎকারে এলাকার লোকেরা ছুটে আসে। এ সময় আগুন নেভানোর চেষ্টা করতে গেলে মটাসা ঘোষের স্ত্রী পুরন রানী ঘোষ ও তার ছেলে কৃষ্ণ ঘোষ আহত হন।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানায়, শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।