ধনবাড়ী-মধুপুরে

প্রচারণায় বাঁধা ও হামলার অভিযোগ বিএনপি’র সংবাদ সম্মেলন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮ | ৪৩৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সহিদুল ইসলাম (সরকার সহিদ) আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচারণায় বাঁধা ও হামলার অভিযোগসহ নানা অভিযোগ করেছেন। বুধবার মধুপুর দলীয় কার্য্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের সভাপতিত্বে বিএনপি প্রার্থী সরকার সহিদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার প্রধান নির্বাচনী এজেন্ট মো.আব্দুল লতিফ পান্না।

সংবাদ সম্মেলনে গত কয়েক দিনে মধুপুর ও ধনবাড়ী উপজেলার বিভিন্নস্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ধানের শীষ মার্কার নেতা-কর্মীদেরকে মারধর, হুমকি-ধমকি, নির্বাচনী অফিস ভাংচুর, পোস্টার ছিঁড়ে ফেলাসহ নানা অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বলেন, গত ১৫ ডিসেম্বর শনিবার ধনবাড়ী উপজেলার ভাইঘাট এলাকায় বিকালে একদল নৌকা সমর্থক ধানে শীষের নির্বাচনী প্রচার মাইক ভাংচুর করে এবং প্রচারককে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। ১৬ ডিসেম্বর রোববার মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের শাইলবাইদ নামকস্থানে সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর গাড়ী বহরে হামলা করে গাড়ী ভাংচুর ও মারধর করে। ১৭ ডিসেম্বর সোমবার মধুপুর উপজেলার চাপড়ী বাজাররস্থ কুড়ালিয়া ইউনিয়ন নির্বাচনী অফিস বন্ধ করে দেয়।

সংবাদ সম্মেলনে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপিনেতা জয়নাল আবেদীন বাবলু, ইউপি সদস্য লস্কর আলী, সাবেক কমিশনার ওসমান গণি, যুবদলনেতা এমএ মান্নান, মোতালেব হোসেন ফকির, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম প্রমূখ।