নীলফামারীর ৪ টি আসনের অতিত পরিসংখ্যান


সারা দেশের মতো নীলফামারীতে জমে উঠেছে প্রচার-প্রচারণাও। প্রতিদিনই প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। নিজের প্রতীকে ভোট প্রার্থনা করছেন তারা। উত্তরের এই জেলার ৪টি আসনে এবার প্রার্থী ২২ জন।
নীলফামারী-১
ডোমার-ডিমলা উপজেলা নিয়ে গঠিত এই আসনে প্রার্থী ৮ জন। তারা হলেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার (নৌকা), বিএনপির রফিকুল ইসলাম (ধানের শীষ), জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী (লাঙ্গল), বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানী (গাভী), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মঞ্জুরুল ইসলাম (খেঁজুর গাছ), বাসদেও ইউনুছ আলী (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইফুল ইসলাম (হাতপাখা) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম (টেলিভিশন)।
১৯৮৬ সালে জাতীয় পার্টির বেগম মনসুর মহিউদ্দীন, ১৯৯১ সালে আওয়ামী লীগের আব্দুর রউফ, ১৯৯৬ সালে জাতীয় পার্টির, ২০০১ সালে আওয়ামী লীগের ড. হামিদা বানু শোভা, ২০০৮ সালে জাতীয় পার্টির জাফর ইকবাল সিদ্দিকি এবং ২০১৪ সালে আওয়ামী লীগের মো. আফতাব উদ্দিন সরকার বিজয়ী হোন।
নীলফামারী-২
সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে প্রার্থী ৫ জন। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর (নৌকা), জেলা জামায়াতের নায়েবে আমীর মনিরুজ্জামান মন্টু (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের জহুরুল ইসলাম (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির রাবেয়া বেগম (আম) ও স্বতন্ত্র এজানুর রহমান (গাড়ি)।
১৯৮৬ সালে জাতীয় পার্টির দেওয়ান নুরুন্নবী, ১৯৯১ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. সামছুদ্দোহা, ১৯৯৬ সালে জাতীয় পার্টির আহসান আহমেদ এবং ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে আসাদুজ্জামান নূর বিজয়ী হোন।
নীলফামারী-৩
জলঢাকা উপজেলা নিয়ে গঠিত এই আসনে প্রার্থী ৩ জন। মহাজোটের প্রার্থী মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল (লাঙ্গল), কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরা সদস্য আজিজুল ইসলাম (ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমজাদ হোসেন সরকার (হাতপাখা)।
১৯৮৬ সালে জামায়াতের জোবান উদ্দিন আহমেদ, ১৯৮৮ জাতীয় পার্টির এমকে আলম চৌধুরী, ১৯৯১ সালে আওয়ামী লীগের মো. আজহারুল ইসলাম, ১৯৯৬ ও ২০০১ সালে জামায়াতের মিজানুর রহমান চৌধুরী, ২০০৮ সালে জাতীয় পার্টির কাজী ফারুক কাদের এবং ২০১৪ সালে আওয়ামী লীগের গোলাম মোস্তফা নির্বাচিত হোন।
তবে এবারের নির্বাচনে পক্ষান্তরে এগিয়ে জামায়াতের ঘাটি হিসাবে পরিচিত জলঢাকায় ২৩ দলীয় জোট প্রার্থী জামায়াতের জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আজিজুল ইসলাম।
নীলফামারী-৪
সৈয়দপুর-কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে প্রার্থী ৬ জন। বিএনপির আমজাদ হোসেন সরকার (ধানের শীষ), আহসান আদেলুর রহমান আদেল (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের শহীদুল ইসলাম (হাতপাখা), ন্যাশনাল পিপলস্ পার্টিও আব্দুল হাই সরকার (আম), স্বতন্ত্র মো. রশিদুল ইসলাম (প্রাইভেটকার) ও মো. মিনহাজুল ইসলাম মিনহাজ (সিংহ)।
১৯৮৬ সালে জাতীয় পার্টির রওশন আলী মিয়া, ১৯৮৮ সালে জাতীয় পার্টির কাজী ফারুক কাদের, ১৯৯৬ সালে জাতীয় পার্টির মুহাম্মদ আসাদুর রহমান জাতীয় পার্টি, ২০০১ সালে বিএনপির আমজাদ হোসেন সরকার, ২০০৮ সালে আওয়ামী লীগের এ.এ. মারুফ সাকনাল, ২০১৪ সালে জাতীয় পার্টির শওকত চৌধুরী নির্বাচিত হোন।