সামাজিক যোগাযোগ এ নৌকার প্রচারণায় প্রশংসিত প্রার্থী ছানোয়ার হোসেন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:১১ এএম, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮ | ৭২২

বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ নৌকার নির্বাচনী প্রচারণায় জ্ঞান ও গুণ সমৃদ্ধ প্রার্থীতা প্রকাশে প্রশংসিত আর আলোচিত হয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী  আলহাজ্ব ছানোয়ার হোসেন। 

তিনি নির্বাচনী কার্যালয় স্থাপন, ব্যানার ও পোস্টারের প্রচার প্রদ্ধতিসহ নেতাকর্মী, সমর্থকসহ স্ব-শরীরে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থণা করা স্বত্তেও সামাজিক এ যোগাযোগ মাধ্যমকে প্রচারণায়যুক্ত করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের যুগোপযোগি তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন উপস্থাপনসহ তথ্যপ্রযুক্তির জ্ঞান সমৃদ্ধ প্রার্থী প্রকাশের যোগ্যতাও তুলে ধরতে সক্ষম হয়েছেন।

তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বায়নে মহাজোট সরকারের অর্জিত তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন সফলতাসহ ভোট প্রার্থণায় নতুন মাত্রা যোগ করেছেন আলহাজ্ব ছানোয়ার হোসেন।

আধুনিক এ নির্বাচনী প্রচারণার ফলে তেমনি তরুণ প্রজন্মের ভোটার জনপ্রিয়তার শীর্ষে থাকাসহ ভোটের দাবিদারও হয়েছেন তিনি। এছাড়াও নৌকা মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন এর নির্বাচনী প্রচারণা কার্যালয় স্থাপন হয়েছে আসনটির ইউনিয়ন পর্যায়ে ১২৭ ও পৌর এলাকায় ৪১টি। নির্বাচনী প্রচারণা চলমান স্বত্তেও তিনি মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। 



২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী হয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রথম সংসদ সদস্য হন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন।

এ আসনের মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ২৭৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৩ হাজার ৮৩৬ ও পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৪৪৩ জন।