ভূঞাপুরে আওয়ামীলীগ অফিস ভাঙচুর

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৯ পিএম, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮ | ৪৫২

টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা আওয়ামী লীগ ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার রাতেই পুলিশ ঘটনাস্থলে আসে। 

নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন সরকার জানান, বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সোমবার রাত ১২টা ৪০মিনিটে পার্টি অফিসে হামলা চালায়। এরআগে অফিসে দলীয়নেতা কর্মীদের নিয়ে অফিসে নির্বাচনী কার্যকারীতা মিটিং শেষ করি।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদুল হক মাসুদ, আওয়ামী লীগ নেতা মালেক তালুকদার, জুরান আলী মন্ডল, ইউপি সদস্য আব্দুল করিমসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে মালেক তালুকদার, হাজী বারেক ও হাকিম পার্টি অফিসে অবস্থান করে। বাকিরা মিটিং শেষ করে যার যার বাড়ির উদ্দেশ্যে চলে যাই।

এই সুযোগের বিএনপি জামায়াত শিবিরের লোকজন পার্টি অফিস ভাঙচুর করে। এসময় পার্টি অফিসে থাকা মালেক, বারেক ও হাকিম হামলাকারীদের ভয়ে অফিসের টেবিলের নিচে লুকিয়ে পরে। তিনি আরো জানান, এসময় হামলাকারীরা ককটেল ফাঁটিয়ে অফিস ঘর ভাঙচুর করে। পরে ভাঙচুরের বিষয়টি থানায় অবহিত করলে ওসি এসে সরেজমিন পরিদর্শন করেন। এসময় তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের কথা জানান।