ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ২০

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪ পিএম, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮ | ৪৯৪

ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার সালন্দরে বিআরটিসি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি এ সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে ১ জন মারা যান। আহত হয় প্রায় ২০ জন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকক নিহতের পরিচয় পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান দূর্ঘটনায় ১ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

অন্যদিকে ঠাকুরগাঁও সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। এদের মধ্যে ৩ জনকে রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।