বাড়িতেই তৈরি করুন মিনারেল ওয়াটার

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ পিএম, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮ | ৫৫৩

পানি অপর নাম জীবন। তবে এই 'জীবন' হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ যদি তা জীবাণুমুক্ত না হয়। বাইরের পানি পান করতে গেলে তাই বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়। আর এজন্য সবচেয়ে জনপ্রিয় পন্থা হলো এক বোতল মিনারেল ওয়াটার কিনে নেয়া।

তবে এই মিনারেল ওয়াটার কিন্তু আপনি বাড়িতেই তৈরি করতে পারেন এবং তা বেশ সহজেই।

পদ্ধতি-

মিনারেল ওয়াটার তৈরির জন্য আপনার যে জিনিসগুলো লাগবে তাহলো- ১ লিটার পানি, এক চিমটি বেকিং সোডা, এক চিমটি ইপসম সল্ট, এক চিমটি পটাশিয়াম বাইকার্বোনেট।

১. সাধারণ 'ওয়াটার পিউরিফায়ার' থেকে এক লিটার পানি নিয়ে একটি পরিষ্কার পাত্রে রাখুন।

২. পাত্রের পানিতে বেকিং সোডা মিশিয়ে নিন। এটি হজমে সহায়তা করে।

৩. এবার ইপসম সল্ট মেশান। এটি শরীরে ব্যাকটেরিয়া রুখতে সাহায্য করে।

৪. তারপর পটাশিয়াম বাইকার্বোনেট দিয়ে দিন। এই বস্তু ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৫. পানির সঙ্গে ভাল করে মিশিয়ে নিন এই তিন মিনারেল। ব্যাস, তৈরি হয়ে যাবে মিনারেল ওয়াটার।

সব উপকরণ ভালভাবে মেশাতে 'সোডা সাইফন' ব্যবহার করতে পারেন।