নির্বাচনে অস্ত্র-বিস্ফোরক ব্যবহার রোধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮ | ৪২০
নির্বাচনে অস্ত্র ও বিস্ফোরকের ব্যবহার রোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। যারাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। নির্বাচনী ডামাঢোলে জঙ্গিদের ব্যাপারেও সতর্ক থাকার তাগিদ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। 


এই প্রেক্ষাপটে নির্বাচনকে সামনে রেখে সকল রেঞ্জের ডিআইজি এবং সব জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদারকি সেল। যার দায়িত্বে রয়েছেন পুলিশ প্রধান।

সহকারী পুলিশ মহাপরিদর্শক সোহেল রানা বলেন, যে কেউ নির্বাচন পরিবেশ বিনষ্ট করা জন্য অপচেষ্টা চালাবে। বাংলাদেশ পুলিশ তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। 

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, অবৈধ অস্ত্র যারা আনে তাদের গ্রেফতারের প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। এটা পুলিশ হেডকোয়ার্টার থেকে নির্দেশনা দেয়া হয়েছে, যে নিবার্চনকে সামনে কেন্দ্র করে অবৈধ অস্ত্র যেন না বাড়ে। বিস্ফোরণ ঘটানোর চেষ্টা যদি কেউ করে তাকে কঠোরভাবে দমন করা হবে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে একটি মহল তৎপর হওয়ার চেষ্টা করবে, এতে অবাক হওয়ার কিছু নেই। তাদের আশঙ্কা সুযোগ নিতে পারে জঙ্গিরা।