ছেলের মার খেয়ে হাসপাতালে বাবা 

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৯ পিএম, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ | ৪৩৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছেলের মার খেয়ে বাবা লুৎফর রহমান (৬০) এখন হাসাতালে চিকিৎসাধীন।

জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে গত ১১ই ডিসেম্বর সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে মোঃ বাদশা তার বাবার উপর চড়াও হয়। এসময় সে তার বাবাকে কিল ঘুষি ও বাঁশের লাঠির আঘাত করে। বাবা গুরুত্বর আহত হয়ে ওইদিন রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধিন আছেন।

পরে গত ১২ই ডিসেম্বর রাতে লুৎফর রহমান বাদি হয়ে ছেলে বাদশার বিরুদ্ধে রাণীশংকৈল থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

লুৎফর রহমান উপজেলার সন্ধ্যারই সাতঘরিয়া গ্রামের মৃত আব্দুল মাহমুদের ছেলে। 

এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মোঃ আঃ মান্নান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব অপরাধ বরদাস্ত করার মতো নয়। এব্যাপারে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।