আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত

গোপালপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৯ এএম, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮ | ৫১০
টাঙ্গাইল- ২ গোপালপুরে নির্বাচনী এলাকায় প্রতীক পাওয়ার পর নির্বাচনী সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে গোপালপুর সরকারি সূতি ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী, ছোট মনির প্রথম নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকাল থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল স্কুল মাঠে জমায়েত হতে থাকে। বিকালের দিকে একটি বিশাল মিছিল বের হয়ে নৌকা নৌকা শ্লোগানে সহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে স্কুল মাঠে সমাবেশে মিলিত হয়।

গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হালিমউজ্জামান তালুকদার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ এর পরিচালনায় বক্তৃতা করেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, গোপালপুর ও ভূয়াপুরের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছোট মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাংগাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি ,গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।