মির্জাপুরে নারী নির্যাতন ও বাল্য বিয়ে প্রতিরোধে ব্র্যাকের কর্মশালা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮ | ৪৬৭

বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে টাঙ্গাইলের মির্জাপুরে নারী নির্যাতন, বার‌্যবিয়ে প্রতিরোধ ও প্রতিকারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ব্র্যাক মির্জাপুর এড়িয়া অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলা ব্রাক অফিসের প্রতিনিধি মনির হোসেন খানের সভাপতিত্বে মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সপারভাইজর প্রবীর কুমার চৌধুরী, প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি শামসুল ইসলাম সহিদ, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা শাহানাজ পারভীন, রশিদ দেওহাটা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি প্রাক্তন শিক্ষক হযরত আলী মিয়া, ব্র্যাকের ধল্যা শাখার কাস্টমার সার্ভিসের প্রধান সোনিয়া আক্তার, পৌরসভার কাজী আব্দুস সামাদ, বাইমহাটী ছাপড়া মসজিদের মুফতি জাহিদ মাহমুদ, সোহাগপাড়া ব্রাক স্কুলের শিক্ষক ছাহেরা আক্তার, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী স্বর্ণালী আক্তার প্রমুখ বক্তৃতা করেন।

কর্মশালায় বক্তারা নারী অধিকার নিশ্চিত এবং নারীর প্রতি বৈষম্য দুর করতে সরকারের নেয়া বিভিন্ন কর্মসূচী সফল করতে একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। এই সামাজিক ব্যাধি দুর করতে সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।