মির্জাপুরে বিএনপির ৫২ নেতাকর্মীর আগাম জামিন


টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম লিমটন, যুবদলের সাধারণ সম্পাদক ডি এ মতিন ও ছাত্রদলের সভাপতি মো.ফরিদ মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫২ জন নেতাকর্মীর আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার সকালে তাদর জামিন হয়েছে বলে দলীয় সুত্র জানিয়েছে।
মামলার বিবরনে জানা গেছে, গত ৮ নভেম্বর জাতীয় ঐক্যফ্রর্টের নির্বাচনী তফসিল পেছানোর দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় নাশতার পরিকল্পনা করে। এই ঘটনায় মির্জাপুর থানার উপপরিদর্শক প্রকাশ চন্দ্র সরকার বাদী হয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনর ৫৯ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।
বুধবার সকালে বিএনপির ৫২ জন নেতাকর্মী হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট তাদের ৬ সপ্তাহের জামিন প্রদান করেন। এই মামলায় তিনজন জেলহাজতে আছে এবং মো আজিম নামের এক আসামির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মির্জাপুর উপজেলা বিএনপি সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন দলের ৫২ জন নেতাকর্মী মহামান্য হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন চাইলে তাদের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর হয়।