ওসমান হাদির জানাজা সম্পন্ন, অংশ নিল লাখো জনতা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ অনুষ্ঠিত জানাজায় অংশ নেন লাখো মুসল্লি। হাদির জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জানাজা শেষে পরে তার মরদেহ নেয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই তাকে সমাহিত করা হবে বলে জানা গেছে।
এদিকে সড়কজুড়ে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ, বিজিব, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওসমান হাদি নিহত হওয়ার ঘটনায় আজ শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক চলছে।
সূত্র:বণিক বার্তা
