সুদানে নিহত ছয় শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:২৭ পিএম, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ | ৫০

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় হতাহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের মরদেহ ঢাকায় পৌঁছেছে।

শনিবার বেলা ১০টা ৫০ মিনিটে কফিন বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজটি শাহাজালাল বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়ে আইএসপিআর।

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি বিমানবন্দরে শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন। এসময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, আবেইতে মোতায়েন জাতিসংঘ মিশনের ফোর্স কমান্ডার এর প্রতিনিধি, চিফ কমিউনিটি লিয়াজো অফিসার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (ইউএন), ওভারসিজ অপারেশন পরিদফতরের পরিচালক, ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মরদেহ গ্রহণকালে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এসময় নিহতদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট প্রদান করেন উপস্থিত সামরিক কর্মকর্তারা।

মরদেহগুলো সিএমএইচের হিমঘরে রাখা হয়েছে। রোববার ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠান শেষে তাদের নিজ নিজ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

আবেই-এর সে হামলায় ৬ জন নিহত হওয়ার পাশাপাশি ৯ জন শান্তিরক্ষী আহত হন। যাদের মধ্যে ৮ জন কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতাল (লেভেল–৩ হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সকলেই শঙ্কামুক্ত রয়েছেন।