টাঙ্গাইলে মাদক ব্যবসায়ীকে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড

টাঙ্গাইল জেলায় ঘাটাইল উপজেলার মিঠুন (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নুর নাহার বেগম, সহকারী কমিশনার (ভূমি), ঘাটাইল, টাঙ্গাইল কর্র্তৃক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৯ সংযুক্ত টেবিল ৯ (ক) ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আটককৃত আসামী ঘাটাইল উপজেলার আঠারদানা গ্রামের ওয়াজকরনী ছেলে।
র্যাব সুত্রে জানা যায় র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানীর একটি আভিযানি দল টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় আঠারদানা গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মিঠুন (২১) কে আটক করে। এসময় তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা জব্দ করা হয়।