ধনবাড়ী-মধুপুর হানাদার মুক্ত দিবস পালিত


যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (১০ ডিসেম্বর) মধুপুর ও ধনবাড়ীতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড শহীদ মিনারে পুস্পস্তর্বক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।
অপরদিকে, ধনবাড়ী উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেযারম্যান সাইফুল ইসলাম বেলাল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আনোয়ার হোসেন কালু, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মজিবর রহমান, মুক্তিযোদ্ধা ইউছুব ,হাসান প্রমূখ।
র্যালীতে ধনবাড়ীর বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবারবর্গসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।