বেনাপোলে প্রতিবাদ কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০১ পিএম, রোববার, ৯ ডিসেম্বর ২০১৮ | ২২০

যশোরের বেনাপোলে প্রতিবাদ কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ করলো খুকা এভ ও বেনাপোল কাস্টমস কর্মকর্তারা।

গত ৬ই ডিসেম্বর/২০১৮ ইং তারিখ সিলেটের তামাবিল শুল্ক স্টেশনে উচ্ছৃংখল কিছু বিজিবি সদস্য কর্তৃক অনাকাংখিত হামলা ও মারধরের ঘটনায় সেখান কার ডেপুটি কমিশনার সহ ৬ জন কাস্টমস কর্মকর্তা গুরুতর আহত হন। এর মধ্যে সহকারী রাজস্ব কর্মকর্তা তুহিন ও মুস্তাফিজ নামের দুই কর্মকর্তাকে গুরুতর অবস্থায় স্থানীয় সরকারী হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে কাস্টমস কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে বিজিবি’র বিরুদ্ধে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কাস্টমস কর্মকর্তারা বিক্ষোভ কর্মসূচী সহ তাদের অভ্যন্তরীন বিভিন্ন দাবী দাওয়া পুরনের লক্ষে রবিবার সকাল ১০ টায় বেনাপোল কাস্টমস হাউজের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয় বেনাপোল কাস্টমস হাউসের প্রধান গেটের সামনে।

কর্মসূচীর ঐ স্থানে বক্তব্য দেন, বাংলাদেশ খুকা এভ এর সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন,বেনাপোল কাস্টমস হাউস অফিসার্স এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক বিশ্বনাথ কুন্ডু এবং নাদিম আহম্মেদ,বেনাপোল সি এন্ড এফ মালিক সমিতির সাধারন সম্পাদক ইমদাদুল হক লতা, সি এন্ড এফ ষ্টাফ এসাসিয়েশনের সাধারন সম্পাদক নাসির উদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।