লাইভ অনুষ্ঠানে সঞ্চালকের গায়ে আগুনের গোলা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৯ এএম, রোববার, ৯ ডিসেম্বর ২০১৮ | ৪৩৫
টেলিভিশন চ্যানেলে লাইভ টক শো অনুষ্ঠান চলার সময় হুট করেই সঞ্চালকের গায়ে আগুনের গোলা এসে পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সম্প্রতি পাকিস্তানে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।


হঠাৎ তীব্র একটা শব্দে কেঁপে উঠলেন সঞ্চালক। তারপর দেখা গেল ক্যামেরার সামনে দিয়ে একজন দৌড়ে গেলেন। এর পরেই আগুনের একটি গোলা এসে পড়ল সঞ্চালকের গায়ে। হকচকিয়ে নিজের আসন ছেড়ে দ্রুত উঠে গেলেন তিনি।

পাকিস্তানের কোন সংবাদ চ্যানেলে এমনটা হয়েছে তা জানা যায়নি। কী কারণে ও কীভাবে স্টুডিও’র মধ্যে আগুনের ওই গোলা উড়ে এলো, জানা যায়নি তা-ও। ওই ঘটনাটি কবে ঘটেছে সেই বিষয়টিও জানা যায়নি।