টাংঙ্গাইলে ওয়ার্ল্ড মিশন ২১ এর স্পেশাল ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত


টাংগাইল জেলা শিল্পকলা একাডেমিতে ওয়ার্ল্ড মিশন ২১ (নেটওয়ার্ক মার্কেটিং/এমএমএল) টাংগাইল ড্রীম টাচ্ ত্র্যাসোশিয়েটসের মাধ্যমে এক ঐতিহাসিক ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল থেকে সারাদিন ব্যপি স্পেশাল ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ওয়ার্ল্ড মিশন ২১ এর ব্যবস্থাপনা পরিচালক মো:জাকির হোসেন,ওয়ার্ল্ড মিশন ২১ এর সেন্ট্রাল ট্রেইনার ও ক্লাব মেম্বর মো:মাঈন উদ্দিন,আরও উপস্থিত ছিলেন ড্রীম টাচ্ এ্যাসোশিয়েটস্ এর সভাপতি মো:আরিফুর রহমান (ওয়ার্ল্ড মিশন ২১লিঃ)। আরও উপস্থিত ছিলেন এমএমপি প্যানেলের-মো:তরিকুল ইসলাম,মো:সোহেল রানা,মো:মাসুদ রানা,মোছা:মাসুদা আকন্দ,মো:আমিনুল ইসলাম,মোছা:শাহিদা আক্তার,শুভ খন্দকার ও সিনিয়র লিডার মো:শামীম আল মামুন।
উক্ত অনুষ্ঠানে ওয়ান স্টার সেলিব্রেশন দেওয়া হয় মোছাঃসনিয়া আক্তার এবং বেস্ট সেলার-মোছাঃলিজা আক্তার, মোঃরাফিউর রহমান ইফতি, মোছাঃকামরুন্নাহার রানী, এছাড়া,নভেম্বর মাসের ২০১৮ খ্রিঃ সুপার লিডার-মোঃসোহেল রানা, মাসুদা আকন্দ, মাসুদ রানাসহ আরও ২৭ জন কে নন্দনপার্ক এর জন্য সেলিব্রেশন দেওয়া হয় ।
প্রধান অতিথি মোঃজাকির হোসেন তার বক্তব্যে ওয়ার্ল্ড মিশন ২১ এর বর্তমান অবস্থা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা এবং কিভাবে মানুষ আর্থিক ভাবে স্বাবলম্বী হতে পারে ।
এই উক্ত অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র এর আয়োজন করা হয়। পরে,সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।